শেরপুর—১ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে ডা: সানজিলা জেবরিন প্রিয়াঙ্কার নাম ঘোষণা করায় তৎক্ষণিক শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম। সোমবার ফেসবুক পোস্টে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, শেরপুর সদর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে অভিনন্দন জানাচ্ছি।
বর্ষিয়ান রাজনীতিবিদ ও ব্যবসায়ী শ্রদ্ধেয় হযরত আলীর কন্যা ছোটোবোন প্রিয়াঙ্কা ২০১৮ সালে এক কঠিন সময়ে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন। নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছিলো ফ্যাসিস্ট গুণ্ডাদলের হাতে।
জামায়াতে ইসলামীর সাবেক সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল শেরপুরের গণমানুষের প্রিয় নেতা শহীদ কামারুজ্জামানের দাঁড়িপাল্লা প্রতীকে আমরা একসাথে নির্বাচন করেছি। অনেক স্মৃতি দু`দলের রাজনৈতিক কর্মীদের মধ্যে।
তিনি আরও লেখেন, নতুন বাংলাদেশে নতুন ধারার রাজনীতির ময়দানে আজ আমরা প্রতিযোগী। এমনটাই হয়তো ভাববেন অনেকে। আমি দেখি অন্য এঙ্গেল থেকে! আমরা অবহেলিত শেরপুর সদর গড়ার জন্য প্রতিযোগিতা করছি। জনগণ আমাদের মধ্য থেকে কোনো একজনকে বেছে নেবেন মানে অন্যজন বাতিল, এমন না। বরং প্রত্যেকের থিংকিং কাজে লাগাবেন এ জনপদের মানুষ।
ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এই নেতা আরও লেখেন, দিনশেষে প্রিয় ছোটোবোন প্রিয়াঙ্কা, আমার কিংবা X, Y, Z কারো বিজয়ের কিছু নেই। আমরা সবাই জনগণের বিজয়ের জন্য প্রত্যয়ী। ক্ষণিকের দুনিয়ায় মানুষকে ভালো রাখার দায়িত্বের আমানত রক্ষায় নিয়োজিত থাকতে পারছি, এটাই তৃপ্তির।
এক্ষেত্রে আমার দল জামায়াতে ইসলামীর জনশক্তি, সহযোগী, শুভাকাঙ্ক্ষী সকলের প্রতি অনুরোধ— সতর্ক হয়ে সমানের সময় চলবো আমরা। আমাদের কোনো কথা-কাজ যেনো রাজনৈতিক ময়দানে থাকা ব্যক্তিবর্গকে অসম্মানিত না করে।আমাদের পজিটিভ আচরণ আমাদেরকেই সম্মানিত করবে, ইনশাআল্লাহ। Bangladesh 2.0 গড়ার পথে মহান আল্লাহ আমাদের তৎপরতা কবুল করুন।
এ বিষয়ে রাশেদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, জামায়াত একটি জনকল্যাণ, ন্যায় ও সাম্যের বাংলাদেশ গড়তে চায়, তাই আমরা প্রতিপক্ষকে কখনো প্রতিন্দ্বন্দ্বী মনে করি না। আমরা আমাদের যায়গা থেকে মানুষকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো, কেউ যদি আমাদের চেয়ে বেটার দিতে পারে আমরা তাকে অভিনন্দন জানাবো। আমরা আমাদের শেরপুরের উন্নয়নে কাজ করতে চাই। সবার দোয়া ও ভালবাসা চাই।

              
            
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার মতামত লিখুন :